কোথায় তুমি
কোথায় তুমি
সেই যে কবে ছেড়ে গিয়েছো,
আরতো এলেনা
আমাকে কি তোমার আর মনে পড়ে না?
খুব কষ্ট হয়, জানো ভীষণ কষ্ট হয়
এমন যে তা কখনো বলার মতো নয়,
কেমন করে থাকো তুমি আমায় করে একা,
অপেক্ষায় থাকি শুধু দাও একটি বার
তুমি দাও আমায় দেখা।
এমন করে কষ্টে মরে গুমরে যাওয়া বলি কেমন করে,
এতো কষ্ট তবু আমি মরে যায়না কেন?
মরে গিয়েও অতৃপ্ত হয়ে রয়ে গেছি যেনো!
★★★
এতো বিরহ জাগছে আজ এই মনে,
বিরহ তো নয়, মনে হয় এই
জীবনের শেষ লগনে।
আজ বলে নয় প্রতিদিনই এমনই হতে থাকে,
আমার মনে কিযে চলে কেইবা সে খবর রাখে।
একটাই তো ছিলে তুমি আমার যাদুপাখি,
প্রিয় ছিলে আমার তুমি, তোমার ঐ দুই আঁখি।
★★★
সেই তোমাকে ভেবেই আমার আজও শংসয়
এতো বেশী অনুভুতি কভু শেষ হওয়ার নয়।
ফিরে আসবে একদিন তুমি মনে জাগে ভয়,
না পাওয়ার যে কষ্ট তা তোমার পাওনা নয়।
আমি যদি আর অপেক্ষায় না থাকতে পারি
তীব্র কষ্টে জর্জরিত হয়ে যাবে এই ভেবে,
দিয়েছিলে কেন পাড়ি!
আমায় রেখে একা, দাওনি এতোদিনেও আমায় দেখা
করবে জীবন উৎসর্গ কি গড়বে কি ইতিহাস?
চাইনা আমি এমন কখনো নির্মম পরিহাস।
তুমি আমার অদেখায় থাকো,বদ দুআ নেই কোনো,
আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশী, অনেক ভালো......
তাই চাইনা বিনিময়ে তুমিও বাসো আমায় দুরে থেকোনা যেনো।
★★★
অদেখা তুমি সামনে এলে কি হতো যানিনা,
ভালো কখনো ভাবোনি আমাকে আমি মানিনা।
পরিস্থিতির স্বীকার তুমি আমি সেটা জানি,
সুযোগ পেলেই আসবে উড়ে আমার খাঁচায় দিতে ধরা, আমার রাজা, করবে আমায় আবার তোমার রানী
