ক্লান্ত
ক্লান্ত
অনেকটা পথ হেঁটে ক্লান্ত।
হয়ত সবাই সবটা জানত!
জীবনটা ঠিক সরল নয় -
এটা কি সে মানতো?
কখনও মানতো কখনও জানত।
কখনও ভেবে দিন গুনত।
দিবানিশি কথায় কথায়
সে স্বপ্নের জাল বুনত।
স্বপ্ন দেখা ভুল না ঠিক?
গুলিয়ে দেয় দশটা দিক।
জীবনটা যে বেজায় ছোটো।
বর্ণময় দিগ্বিদিক।
অনেক কষ্টে প্রমাদ গোনে।
এই বুঝি শেষ শব্দ শোনে!
তবু দেখা শেষ হয় না।
আড়ষ্ট মন ঘরের কোনে।
ভালো নেই আর ভালোবাসা।
কথা বলে সবাই খাসা।
বাঁচতে গেলে আয়না বলে,
যথেষ্ট নয় শুধুই আশা।
