কী করে
কী করে
হাওড়া আর গড়িয়াকে এক করি কী করে!
যাকে ভালবাসি
তার সঙ্গে পায়ে পা মিলিয়ে হেঁটে যাই মহাত্মা গান্ধী রোড ধরে
পাশাপাশি বসে চায়ে চুমুক দিই নিউ মার্কেটে
মঞ্চের এ দিকে ও বসলে আমি বসি ওই দিকে
কেউ ছবি তুললেও
ও যাদের সঙ্গে মেশে, গভীর ভাবে মেশে
তারা দেখলেও যাতে কোনও সন্দেহ করতে না পারে!
অথচ যার হাতে হাত রেখে
হলের একদম কোণের সিটে বসে সিনেমা দেখি
ঠোঁট এগিয়ে দিই যার ঠোঁটে
যে সঙ্গে থাকলে বিছানার চাদর নিমেষে আলুথালু
সে থাকে গড়িয়ায়।
একবার শহরের এ প্রান্তে
তো আর একবার হাওড়া ব্রিজ টপকে একদম ও পারে, ক্ষীরের তলায়
কী করে, কী করে, কী করে
হাওড়া আর গড়িয়াকে এক করি কী করে!