***কি লিখি তোমায়***
***কি লিখি তোমায়***


সারাটা বিকেল একটা পেন আর ডাইরি নিয়ে বসেছিলাম তোমাকে চিঠি লিখবো বলে।
কিন্তু কি জানি? কখন বিকেল গড়িয়ে রাত্রি নামল তবু একটা শব্দ ও এলো না পেনের ডগায়।
মনের মধ্যে ভিড় করা ভাবনা গুলো কেবলই লুকায়, আত্মপ্রকাশ করতে চায় না কিছুতেই।
অনেক কষ্টে সারারাত জেগে লিখলাম চারুলতা,
.......কি যে লিখি?
কেবলই দীর্ঘশ্বাস।
তুমি লুকোচুরি খেল আমার খাতার পাতায় পেনের ডগায়।
এই আছো আমার দেহ মন জুড়ে,
ছুঁয়ে দেখি এই নাই।
চারপাশে এত শব্দের ভিড়, তবু তোমাকে বলার মতো একটা শব্দ ও নেই।
যা ভাবি সবই কেমন বেমানান।
অনেক ভেবে এবার লিখলাম প্রিয়তমা,
তুমি ছিলে মনের কোণে , বিদ্রুপের হাসি হেসে বললে শুধুই প্রিয়তমা?
ব্যাস ওই পাতাটা বাদ আবার একটা নতুন পাতা নতুন করে ভাবনা।
কিন্তু যতই ভাবি ততই তোমাকে হারাই.....
প্রিয়তমা কি লিখি তোমায়