খয়েরি আবেগ
খয়েরি আবেগ
গাছের পাতা ঝরা বিষন্নতার দিন,
এক এক পাতা ধরে কত স্মৃতির ঋণ।
খয়েরি রঙে আবেগগুলি রইলো মলিন,
সিরার মাঝে স্বপ্ন জাগে আজও রঙিন ।
কোন যাগুনে আসবে তুমি আমার কাছে,
নতুন করে আবার যেনো জীবন বাঁচে।
তোমায় ছাড়া মন কি ভালো আছে,
হারিয়ে যাওয়া ইচ্ছা জাগে খয়েরি আঁচে।
