খোয়াবনামায়
খোয়াবনামায়
হেমন্তের শিশির সিক্ত সন্ধ্যায়
রাঙা গোধূলি যাবার বেলায়
কিছু আশার রেশ রেখে যায়।
কিছু কিছু সময় মনে ভরসা যোগায়,
ভরসায় ভর করে উঠে দাঁড়ানোর কাজটা সহজ করে দেয়,
অনেক সময় নতুন করে বেঁচে ওঠা যায়।
কিছু রঙিন স্বপ্ন ঝুলে থাকে দুচোখের কোনায়
মাঝে মাঝে সময় কাটছে কিছু ধূসর খোয়াবনামায়।
খোয়াবে প্রিয়জনের মুখ
যেমন নিজেকে স্বচ্ছ আয়নায়,
উষ্ণ ঠোঁটের আলতো ছোঁয়ায়
ঘুম পাড়ায় সুখ শয্যায়
আদুরে হাতের আলতো স্পর্শ মাথায়।
সুখ জাগানিয়া স্বরলিপি গুনগুন গেয়ে যায়
সুখে সুখে সিক্ত তৃপ্ত চিত্ত!
প্রশস্ত বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুম এসে যায়
রঙীন পাতাবাহারি বনে নিয়ে যায় স্বপ্ন আমায়।
