কেন?
কেন?


প্রিয় ডাইরি
কেন তারে ভুলতে নারি
এভাবে কি আর বাঁচতে পারি,
মনের মধ্যে ঝড়
কেন বিধি নিঠুর এত
বানায় আপন পর।
আমার মনের যত ব্যথা
আমার যত গোপন কথা,
লুকাই কেমন করে?
যেথায় আমি যাই না কেন
তাকেই মনে পরে।
চেষ্টা রোজ এর যদি পারি
ভুলতে তার কথা,
ভুলবো কি আর
পুরানো ক্ষত
জাগায় প্রাণে ব্যথা।