STORYMIRROR

Paramita Basak

Inspirational

3  

Paramita Basak

Inspirational

ব্যর্থতায় পরিপূর্ণতা

ব্যর্থতায় পরিপূর্ণতা

1 min
12.2K


জীবন পথে চলতে গিয়ে হেরে যাওয়া 

সে তো ব্যর্থতা নয়, 

 প্রতি টা প্রাপ্তি র পেছনে একটু

 সময় দিতে হয়। 

আজ যেটা হারিয়েছে সেটাই

 হোক না পাথেয়,

 কিছু নতুন করে পাওয়া 

একটা পথ বন্ধ হলে হোক না

 শুরু নতুন করে অন্য পথ কে

 জানতে চাওয়া।

 নাই বা পেলাম গগন চুম্বী সফলতা

 নাই বা পেলাম

 মনের মতো সাথী, 

খুঁজে নি না অসফলতার মধ্যে সফলতা

 খুঁজে নি না একটা সম ব্যাথী।

যে থাকবে পাশে অন্তহীন ভালোবাসা দিয়ে 

বলবে আছি আমার সব টুকু অন্তর দিয়ে,

 কিছু খোঁজার আসা নয় তো 

মন কে দেওয়া ফাঁকি।

 একটু অবসর পেলে

 মনের ভিতর মারি উঁকি দেখি, 

বলছে কি সে কিসের এত যন্ত্রনা 

চেষ্টা করে হাল না ছেড়ে 

মুছে ফেলি সব বেদনা।

সফলতার শুরু আজি

 এমন ভাবেই হোক, 

অসফলতার মধ্যে দিয়েই

 সফলতার শুরু হোক। 



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational