STORYMIRROR

Sipra Debnath

Abstract Tragedy Action

3  

Sipra Debnath

Abstract Tragedy Action

কেমন আছো

কেমন আছো

1 min
176


ওহে যুদ্ধ পিপাসু রাষ্ট্রপ্রধানদ্বয়

কেমন আছো তোমরা?

তৃষ্ণা এখনো মেটেনি বুঝি 

যুদ্ধের তামাশা করে কত প্রাণ গেল

তাদের জীবনের কিছু কি মূল্য ছিল না?

তোমরাই কি কিছু পেয়েছ বিনিময়ে?

জীবদ্দশায় দেখতে হবে এমন

বীভৎস তাণ্ডব বর্বর ধ্বংসলীলা 

ভাবি নি কখনো।

উফ্ কি ভয়ঙ্কর ইতিহাস রচিলে হায়!

যা-কিছু গিয়েছে যা কিছু ক্ষয় ক্ষতি

সবই তো জনগনের জনসাধারণের

তোমাদের তাতে ভারী বয়েই গেল।

জানি না রাতে কি ঘুমাও তোমরা?

শান্তি স্বস্তি আছে কি তোমাদের মনে?

জিঘাংসা বৃত্তি তোমাদের কি শোভা পায়

দেশ রক্ষকের শিরোপা নিয়ে মাথায়।

জানি যুদ্ধে সবই জায়েজ 

তবু জিজ্ঞাসা করি যুদ্ধে যাবার আগে

পাপবোধ জাগেনি কো মনে?

বিশ্ব দরবারে করবে ক্ষমতা প্রদর্শন

এই দম্ভে এত ক্ষয় সাধন! 

তোমরা নাকি দেশপ্রেমী

এই অপুরণীয় ক্ষতিই কি দেশ প্রেম?

তোমরাও মানুষ একথা ভুলিলে কেমনে

সুন্দরের সৃষ্টিই তোমাদের সাজে 

ধ্বংস কিন্তু কোন ভাবেই নয়।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract