কবিতা
কবিতা
1 min
258
ফোঁটা ফোঁটা জল যখনই পরবে,
মাথা থেকে পায়ে যাবে নেমে।
শরীর ভিজিয়ে মনের দরজা ছোঁবে,
যত্নে রাখা বেদনা নিরব কথা কবে।
উড়ে যাবে হাথের মুঠো খুলে,
অক্ষর সব হেথায় হোথায় ঘুরে।
নিজের মনে নিজেই যায় সে জুড়ে,
কবি তখন খাতায় রাখে ধরে।