কবিগুরু অনুপ্রেরণা
কবিগুরু অনুপ্রেরণা


"জল পড়ে পাতা নড়ে"
আমার প্রথম ছন্দের
সাথে পরিচয়,
কচি মনের অন্দরে গুনগুনাত
সারা দিনময়।
"পুরাতন ভৃত্য" আবৃত্তির আনন্দ
আজো বুকে বাজে,
কথা আর ছন্দের মাঝে হারিয়ে যেতাম
আমি সকাল সাঁঝে।
সেই থেকে আমার কবিতা
লেখার শুরু
অনুপ্রেরণা বিশ্বকবি রবীনদ্রনাথ
আমাদের কবিগুরু।