কভিড ১৯
কভিড ১৯


রাষ্ট্রপতি, সেনাপতি, লোক লস্কর, প্রজা ,
টোল-পণ্ডিত, চৌকিদার, ট্যারা-বাঁকা সোজা |
"সব ঘরে থাক" হুকুম নামায় কাত করেছে আইন,
আছে মৃত্যুভয়ের ডিভিডেন্ট আর আইসোলেশন ফাইন |
দিনমজুরের তিতিক্ষা আর বারমুখো দের র্যালা,
পথচলতি মানুষ ঠেঙায় , দেখ পুলিেশর খেলা |
এতকালের বদঅভ্যাস, হঠাৎ করে যায় কি?
টো টো করা কোম্পানি সব, সু-নাগরিক হয় কি?
কেউ বুঝেছে, কেউ বোঝেনি, কারও অনেক ক্ষোভ,
কেউ বলছে, দিদিই সঠিক, দাদার বড় লোভ |
রাজা কিম্বা রাণীর কথা, সবার কথাই ছাড়ুন ,
প্রশাসনের প্রেশক্রিপশন, তাই লক ডাউনেই থাকুন|
চেম্বারে যাই, পয়সা গুনি, তখন শুনি কথা?
নিজের বেলায় করতে পারি, পরের বেলায় ব্যথা|
একুশ দিনের বন্দী জীবন, ছাত্র-ছাত্রী সব,
পড়ুক, আঁকুক, নক্সা করুক, হোক গে কলরব |
যতই তুই থ্রেটনিং দে, ওরে কোভিড হেল,
কত তাইমুর ভাইরাস গেল, সব্বাই ডাঁহা ফেল৷