সুকন্যা
সুকন্যা


মায়ের মনের মনি কোঠায় ছিলাম .
তিলে তিলে, মানবী-তিলোক্তমা হ'লাম ..
সবার উৎকন্ঠা, অপেক্ষার দিনে কত .
শত স্বপ্নে, বারংবার, করেছি চিন্তিত ..
পিতা পেয়ে পুলকিত, মুখ-পানে চেয়ে.
চোখ, নাক, হস্ত-পদাঙ্গুলি, মিল পেয়ে ..
ঠিক যেন, সে পেয়েছে, 'চন্দ্রমারে' কোলে.
সুদূর আফ্রিকার 'অডন্যা', মা'র মনে ..
দিদুন তো, বহু দিন, মনে-মনে বলে .
সন্টা-মনা, সোনামনি, আমি তার কাছে ..
দাদা দিদি, দিন গোনে, কবে তারা পাবে.
তাদের 'পুচকু' এই ল্যাতনা-রে কোলে ..
কারো কাছে আমি রাণী, অদ্রীজা, আয়ুষী .
কেও বলে, মা-মেরী, অনয়া, কিংবা প্রাচী ..