কাশফুলের হাসি
কাশফুলের হাসি
একগুচ্ছ কাশফুল দিয়ে হাতে
কখনো বলি নি ভালোবাসি তোমাকে ।
হাতে হাত রেখে হাঁটানি কখনো পথে,
যে পথে শরৎ শিউলি বিছিয়ে রাখে
নুয়েপড়া নীলাকাশ কাশফুলের কোলে
বাতাস যেখানে ছোঁয়াছূয়ি খেলে। চলে
শিমুল তুলোর মতো সাদা মেঘের ভেলা,
রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা ।
নদীর ধারে বসে কাঁধে কাঁধ রেখে
কখনো পাশাপাশি হয়নি বসা
তবুও তো এ মনে আছে জমে অনেক ভালো বাসা।
সাদা সাদা কাশফুলেদের দেহ দোলানো নাচ নাচি
দেখে শুধু তোমার কথাই ভেবেছি।
কাশফুলের সাদা হাসির তোমাকে মিল খুঁজেছি।
জানি শরতের মনমাতানো তোমার হাসি
তবুও তো বলা হয়নি তোমাকে ভালোবাসি
তোমার চোখ হন্যে হয়ে প্রেম খুঁজেছি
তোমার জন্য রেখেছি সাদা কাশফুল
কুড়ানো কিছু বকুল, দু'হাত ভরে দেওয়া হয়নি;
সে ফুলের মুঠো সুগন্ধির অঞ্জলী।
শরৎ পূর্ণতায় বলতে ইচ্ছে করে খালি
আমি ভালোবাসি তোমায়
তোমাকে ভুলে থাকা অসম্ভবপ্রায়
নীলাকাশ জুড়ে ,স্বচ্ছ সাদা মেঘের দোলনায় চড়ে,
ঋতু রানী , কাশফুল বনে পাগলিটা বড্ড অভিমানী;
তার কানের কাছে মৃদু শব্দে আজও বলা হয়নি; ভালোবাসি তোমায়
শরতের খামে তোমার নামে দেবো কি লিখে মনের কথা খানি?
কাশফুলের হাসি দেখে মনে হয়ে খুশি,
যদি তুমিও বলো " আমিও তোমাকে ভালবাসি"

