STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

3  

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

কাপুরুষ তুমি

কাপুরুষ তুমি

1 min
239

ঝাপসা হয়েছে আজ মন আয়নার কাঁচ,

মনের গভীর হতে ভেসে আসছে

তীব্র আর্তনাদ!

যে শব্দ কখনও হবেনা কারোর

কর্নগোচর!!

কফিন বন্দী আজ সে আওয়াজ,,

কারন মন আজ হয়েছে কঠোর!!

নরম মন আজ গেছে মরে,

ভালোবাসা হয়েছে ভূলুণ্ঠিত!

কাপুরুষে ছেয়ে গেছে আজ চারিদিক

পুরুষ হারিয়েছে তার পৌরষত্ব,

কোথায় সেই সৌর্য, তেজ দীপ্ত,

বীরত্বে ভরা পুরুষালি রূপ,

সমাজের চোখে তুমি আজ শুধুই

কাপুরুষ!

পুরুষ মানে পিতা, পুরুষ মানে ভাই,,,

পুরুষ হলো প্রেমিক,পুরুষ যে

নিরাপত্তার আশ্রয়!!

তোমার শক্ত, বলিষ্ঠ বাহুডরের

মাঝে নিরাপত্তা খোঁজে নারী,

কিন্তু মনুষ্যত্ব হারিয়ে সেই তুমিই

হও শিকারি!

একবার প্রশ্ন করে দেখ তুমি 

নিজের বিবেকের কাছে?

তোমার অন্তরাত্মা থেকে তীব্র প্রতিবাদ

বারবার যে প্রতিধ্বনিত হচ্ছে।

কেন হারিয়ে ভালোবাসা?

হৃদয়ে ভরিয়ে দিচ্ছো হিংসা।

কেন নারী দেহ হবে বারবার

তোমাদের লালসার স্বীকার?

কেন জীবন জুড়ে আসবে নেমে তার

ঘোর অন্ধকার?

তোমাদের জন্ম হয়েছে যে.

এই নারী দেহ হতে!

কি করে পারো সেই দেহকে

কলঙ্কিত করতে???

বিবেক হতে আসছে ভেসে

তীব্র প্রতিধ্বনি

আজ পুরুষ থেকে হয়েছ

কাপুরুষ তুমি!

কাপুরুষ তুমি!

কাপুরুষ তুমি!




Rate this content
Log in

Similar bengali poem from Abstract