কানামাছি
কানামাছি


অন্ধকারে অন্ধত্ব আরও গাঢ়তর হ'লে
তোমরা প্রাত্যহিক নির্ঘুম চোখে তাকিয়ে থাকো,
ভাগ্যিস উন্মাদ রক্তলোলুপ দৃষ্টি দৃশ্যমান হয় না!
অমাবস্যার ফাঁদে আমি জলবিহীন মৎসকন্যা!
অশক্ত নিরাশার আড়ালে অবলম্বন খুঁজি,
তোমাদের মাদল নৃত্য আমার মনকে ছুঁতে পারেনি কখনও,
হয়তো কিছুটা শারীরিক নির্যাসের রক্ত মাংসের স্বাদ পেয়েছে উত্তরোত্তর বাহুবলীর উন্মত্ততায়।
আমি এখন নিরুত্তর থাকি অভ্যেসের বশবর্তী হ'য়ে,
কানামাছির খেলায় জীবনের বাঁচার সংগ্রামে ভগ্নাংশ রক্তাক্ত শরীর নিয়ে।
ভাতের ঘ্রাণে পসরা সাজিয়ে রাখি নিত্যনতুন উপাচারে।