STORYMIRROR

Bidisha Rana Payel Chakravorty Thakur

Abstract Classics

4  

Bidisha Rana Payel Chakravorty Thakur

Abstract Classics

ফিরে দেখা

ফিরে দেখা

1 min
473

       

নতুন কোন জীবন পেলে 

যাপন হবে পাহাড় কোলে,

পথের কোন বাঁকের ধারে.. 

জানি আবার দেখা হবে। 


একদিন কোন সকাল জুড়ে 

মুষুলধারে বৃষ্টি হবে। 

পথচলতি পথিক তুমি, 

সামনে আবার থমকে যাবে। 


আঁখির পানে মিলবো দুজন

দেখবে তুমি আমার চোখে, 

দেখবে আমি তোমার চোখে 

খুব চেনা গল্প গুনোর 

চরিত্রদের দেখা হবে।


এই জন্মে সাধ ছিল খুব, 

বরফ পড়ার সকাল যেদিন।

তুমি আমি খুব মুখোমুখি, 

গভীর প্রেমে ডুববো সেদিন। 


জানি আবার দেখা হবে.. 

নতুন কোন যাপন মাঝে।

তুমি তখন অন্য কারো 

অন্য কোন উপন্যাসে। 


তুমিও তখন হালকা হেসে 

এগিয়ে যাবে নতুন সুখে, 

আমিও তখন স্মিত হাসি..

চাইবো খানিক এগিয়ে যেতে।


               - বিদিশা চক্রবর্ত্তী 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract