কালবৈশাখী
কালবৈশাখী
খোলো কপাট এসেছে বৈশাখ,
ঝুমঝুম তার শব্দ এলোপাতাড়ি আওয়াজ।
তপ্ত দুপুরে তুমি হলে তামাটে,
করবো রঙিন ঠান্ডা আজকের দিনটা।
শিমুল পলাশের বনে ঘুরে ঘুরে,
অভিমানে ডেকেছে আমায় বারে বারে।।
বৃষ্টি নামে এসেছি তোমার কাছে।
নাও করে নাও শীতল দেহটারে।
সবুজ যৌবন হলো যেন মাখামাখি।
নেই ধৈর্য ভালোবাসা রাখ কাছাকাছি।
কৃষকের চোখে স্বর্ণালী তুমি।
সদ্য যুবতী হয়ে ওঠা।
তোমায় পেয়ে নাচানাচি করে ,
হই হট্টগোলে।
মিষ্টি সুরে হাসে তারা,
তোমার কব্জিতে ভালবাসার ছাড়া।
আবার তোমার অগ্নিঝরা রূপ,
পেল তারা কালবৈশাখীর সুখ।

