জ্যোর্তিময়
জ্যোর্তিময়
তোমার ইন্দ্রজালে জড়িয়ে
আছে এই গোটা দুনিয়া,
বিশ্ব ব্রহ্মান্ড জুড়ে কত রহস্য
আছে আজও অজানা|
তুমি হলে সর্বশ্রেষ্ঠ ঐন্দ্রজালিক,
সবকিছু তোমার সৃষ্টি, তুমিই ঐশ্বরিক|
কখন কে দেখবে এই সুন্দর
পৃথিবীর আলো,
আবার কখন আসবে কার
মৃত্যুকে আলিঙ্গন করার সঠিক সময়!
সবই করো তুমি আপন হিসাবে ঠিক,
আমরা শুধু কাঠের পতুল!
চলি তোমার হাতের সূতোর চালনায়|
প্রতিটা দিন পূর্ব আকাশে উঠে সূর্য,
পশ্চিম আকাশে যায় অস্ত,
অস্তমিত মেঘমালা ছড়ায় তার
আবির রাঙা লাল আভা,
ধীরে ধীরে পৃথিবীর বুকে নেমে আসে অন্ধকারাচ্ছন্ন রাতের শোভা|
রাতের আকাশে তারারা করে মিটমিট,
চাঁদ ছড়ায় তার সুন্দর রুপোলি আলো,
গাছে গাছে ফোটে নাম না জানা
কতনা রঙিন ফুল,
প্রকৃতি নব নব রূপে সাজে,
ক্ষুদ্র থেকে অতিক্ষুদ্র জীবের প্রান
সবই তোমার হাতে!
তুমি একদিকে যেমন করো সৃষ্টি,
আরেকদিকে করো ধ্বংস,
তোমার মায়া বোঝা ভার!
কখন যে কি খেলায় হও মত্ত|
তোমার অংশ থেকেই হয়েছে আমাদের সৃষ্টি, আবার তোমাতেই হব শেষ!
তুমি হলে স্রষ্টা এই গোটা বিশ্ব ব্রহ্মান্ডের, চারিদিকে ছড়িয়ে আছে তোমার জ্যোর্তিময় আলোর রেশ।
