STORYMIRROR

Rima Chakraborty

Abstract

4.0  

Rima Chakraborty

Abstract

জল ও জীবন

জল ও জীবন

1 min
319


সে আমার পরান কথা

 আমার মনের ধন ,

অতল জলে চলেছি খুঁজে 

আমি অমূল্য রতন|

জলের তোড়ে কত ভেসেছি ,

বার বার পাড়ে ফিরে এসেছি ,

তবুও খুঁজে চলেছি !

কখন ও তীরে আলোর রেখা,

কখনো বা জল শুধুই বা‌‌‌‌‍কা|

খুজতে গিয়ে শুধু হারিয়ে 

অজানা পথে পা বাড়িয়ে।

পথের পাশে জলের রেশ

পথ দেখায় কত নতুন দেশ।

আমি ও নিয়েছি ছদ্মবেশ !

সে বেশে কী রঙের খেলা,

জলে দেখা যায় রঙের মেলা ,

জল ই জীবন জল ই মরণ !

জলে ই আবার আমার স্মরণ |

সে জলেতেই ডুবল আমার মন ,

জলেই হারিয়ে ছিলাম আমি অমূল্য রতন। 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract