জীবনযুদ্ধ
জীবনযুদ্ধ


জীবন যুদ্ধের ময়দানে
তুমি এক অক্লান্ত পরিশ্রমী যুবক,
যখনই তুমি শান্তি ও সুখের সন্ধানী হবে
ঠিক তখনই তুমি জগতের জঞ্জাল ও অশান্তি দেখবে,
পরিস্থিতির বাস্তবতার আড়ালে তলিয়ে যাবে তোমার স্বপ্ন
ধ্বংস হয়ে যাবে তোমার আশা আকাঙ্ক্ষা,
সমুদ্রের ঢেউয়ের সাথে সবকিছু ভাসিয়ে দিয়ে
নিরলস ভাবে বাস্তবতাকে জয় করার জন্য
নিজেকে উদ্যমী করে।
স্বপ্ন বাস্তবায়নে আশার আলোয় নিজেকে প্রজ্বলিত করে
প্রকৃতি ও বাস্তবতার সম্মুখীন হয়ে।
নিজেকে সফলতার চরম শিখরে পৌঁছাতে
আত্মবিশ্বাস দৃঢ় রেখে
স্বপ্ন বাস্তবায়নে কাজ চালিয়ে যাও
সফলতা অবশ্যম্ভাবী।