জীবনের খেলায়
জীবনের খেলায়
মাঠে ময়দানে সর্বত্র চলে কি?
যাকে আমরা খেলা বলে জানি
জীবন খাতার প্রতিটা পাতায়
লেখা হিসাব নিকাশ যত
জীবন নামক জটিলতায়
খেলা চলে অবিরত
প্রত্যেকে আমরা খেলোয়াড়
জীবনটা বড়ো ময়দান
ঈশ্বরের ডাক আসবে যেদিন
হবে রণভঙ্গ।
