STORYMIRROR

Ayan Das

Fantasy Inspirational Others

3  

Ayan Das

Fantasy Inspirational Others

জীবন

জীবন

1 min
257

জীবনের চক্রের শেষ লগনে

বসেছি স্মৃতির ঝাঁপি খুলি, 

অনেক লেখাই বিবর্ণ হয়েছে 

কিছু লেখা তে জমেছে ধূলি |


ফিরে গেছি আমি পুরোনো দিনে 

হারানো পথের হাত ধরে, 

পৌছে দেখি সুখের বাগান, 

আগাছায় আজ গেছে ভরে |


যে গাছের তলে, নয়ণের জলে 

মন দিয়েছিলে আমায়, 

সেই গাছ আছে, শুধু ঝরে গেছে, 

নাম লেখা কচি পাতায় ।


অতীত প্রেমিক হয় তো অতীত 

হারিয়েছে নিরুদ্দেশে,

আমি ভুলি নাই, তাই আজও যাই, 

খুঁজতে পথের শেষে ।


যে পথ হারায় ফিরে নাহি পায়

লক্ষে যাবার ঠিকানা,

জীবন গোলার্ধে ঘুর পাক খায়

অনাহূতোর কী যন্ত্রনা ।


জানি একদিন কালের গতিতে 

ক্ষয় হয়ে যাবে পুরোনো টান,

না বলা কথা, গোপনে রইবে 

বুকে থেকে যাবে সব অভিমান ।


এমন ভাবেই ছেড়ে চলে যাব 

বুক ভরা বেদনায়,

প্রয়োজনে যারা প্রিয়জন ছিল,

তারাও ভুলবে আমায় ।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy