STORYMIRROR

Dola Bhattacharyya

Abstract Others

3  

Dola Bhattacharyya

Abstract Others

জীবন সায়াহ্নে

জীবন সায়াহ্নে

1 min
285


বড় ঘুম পায় আজকাল। 

একদিন শেষ ঘুম ঘুমিয়ে যাব, 

অনেক দুঃখ কুড়িয়েছি, 

সুখও কুড়িয়েছি কিছু, 

রোগে শোকে পাপে পূণ্যে, 

জীবনের এই বোঝা হয়েছে অনেক ভারী। 

রাতের স্বপ্নেরা বলে যায় কত কথা, 

সে কথার কিছু বুঝি, কিছু বা না বুঝি। 

জীবন সায়াহ্নে এসে মনে হয় আজ, 

কত কাজ বুঝি বাকি রয়ে গেল, 

কত কাজ আর হলো না যে সারা। 

ক্ষতি কিছু নেই তাতে। 

পুরাতন রোগে জীর্ণ কায়া খানি এই, 

চিরতরে যদি পায় লয়, 

কিই বা তাতে আসে যায়! 

 দূর থেকে ভেসে আসে দাঁড় টানার শব্দ, 

জীবন সমুদ্রে যেন পূর্বনারী দাঁড় বেয়ে যায়। 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract