STORYMIRROR

Chiranjit Saha

Classics Fantasy Inspirational

4  

Chiranjit Saha

Classics Fantasy Inspirational

জাতিস্মর

জাতিস্মর

1 min
369


জাতিস্মর

চলুন মশাই বোম্বাগড়ে,মজার দেশ এক ভারী,

হবু রাজার হোঁৎকা গালে বিশ্বকবির দাঁড়ি।

মুন্ডু ন্যাড়া, চোখটি ট্যারা , নোয়াপাতি ভুঁড়ি;

মন্ত্রী গবু বাসেন ভালো গুজরাতি সুড়সুড়ি।


বানান স্ট্যাচু ইচ্ছেমতো, সাজান নিজের নামে,

আচ্ছে দিনের গল্প পাঠান গেরুয়া রঙা খামে।

বছর জুড়ে বিদেশভ্রমণ, সলিড সেভেন স্টারে,

খানিক মাঝে দেশ বেচে নেন চায়ের বাতিল ভাড়ে।


ছোট্ট শিশুর দুধ জোটেনি , কাঁদছে খিদের চোটে;

হাসেন রাজা ' মন কি বাতে' রংবাহারি কোটে।

পড়লে কাটা শ্রমিক দেশের দূরপাল্লার ট্রেনে,

সান্ত্রীরা সব সদর ওড়েন স্পেশাল চাটার্ড প্লেনে।


দম ফুরিয়ে মানুষ মরে, অভাব অক্সিজেনে,

বাজিয়ে থালা হবুচন্দ্র ঘোরেন বুলেট ট্রেনে।

হাজার ছুঁলো সিলিন্ডারও, পুড়ল যে হাত তেলে,

তবুও রাজা ধর্ম বেচেন, দাঙ্গা-আগুন জ্বেলে।


গঙ্গাজলে যখন ভাসে কোভিড দেহের সারি,

ভিস্তা নামে বানান রাজা অট্টালিকা বাড়ি।

মরলে মানুষ তোলেন ছবি ময়ূর নিয়ে হাতে,

বোম্বাগড়ে দেখব সেসব পুজোতে একসাথে।





                                    


Rate this content
Log in

More bengali poem from Chiranjit Saha

Similar bengali poem from Classics