ইচ্ছে
ইচ্ছে


মন হতে চাইছে আজ
যেন কোন বাউল ফকির।
দুর দুরান্তের দিকে
এক ছুট্টে চাইছে দিতে পাড়ি।
চোখের সীমায় দুপাশে সবুজ মাঠ
আর দিগন্ত জোড়া আকাশ,
সামনে সুদূর রেল লাইন
ইচ্ছে করলেই হঠাৎ
পালিয়ে যেতে তৈরি।
পিঠে ব্যাকপ্যাক হাতে গীটার
কন্ঠে রবির সুর,
হালকা রোদে মিষ্টি হাওয়ায়
অজানা গ্রামের পথ।
পেঁজা মেঘে উদাসী চোখ
আমের মুকুল করছে মাতাল,
বসন্তের নরম ছোঁয়ায় আর
ঘুঘু ডাকা নিস্তব্ধ দুপুরে
গাছের ছায়ায় গতি রোধ।
স্বপ্ন , স্বপ্ন , স্বপ্ন , আর
স্বপ্নের ডানায় ভর করে
ছুটে যাই বার্লিন থেকে বাঁকুড়া।
কল্পনার রঙে রেখায়এক হয়ে যায়
সান্টিয়াগো আর শান্তিনিকেতন।
দুপুর গড়িয়ে বিকেল হয়,
ভেজা হাওয়ায় ভেজা গন্ধ
নদীর জলে পা ডুবিয়ে
ছলাৎ ছলাৎ শব্দ।
ঘাসের বুকে আলগা শুয়ে
আকাশ দেখার আনন্দ।
মনে পড়ে যাওয়া কত কিছু
ইস্কুল – কলেজ বেলা
আস্তে আস্তে ফিকে সন্ধ্যে
সূর্য্যাস্তের মতো।
সেই পুরনো সব কিছু আর
নতুনকে ফিরে পেতে
ভীনদেশি তারার দিকে চেয়ে
আবার পথ চলা একলা ... একলা ...।