Subrata Nandi

Abstract

1  

Subrata Nandi

Abstract

হুইলচেয়ার

হুইলচেয়ার

1 min
427


যে চাকার ভবিষ্যত নেই,

যে চেয়ারের স্থিরতা নেই,

যে জায়গায় বসা অভিশাপ,

সেটাই তো বাস্তবিক হুইলচেয়ার।

ভাগ্যের চাকায় জীবনের অর্থহীন স্পন্দন,

জীবন্মৃতের যন্ত্রণায় জর্জরিত দেহ মন।

কে শুনবে ওদের মর্মর আর্তনাদ!

কে বুঝবে হুইলচেয়ারে ব্যথিত অবস্থান।


ভঙ্গুর ভগ্নহৃদয় বেঁচে আছে ভগ্নাংশের সাথে,

জীবনের রঙিন স্বপ্ন খসে পড়ছে সম্মুখের পথে,

অজানা আশংকায় জীবন হুইলচেয়ারে আবদ্ধ,

এখন গড়িয়ে চলার পালাকীর্তন সীমান্তের স্টেশনে।


Rate this content
Log in