হৃদয় ১
হৃদয় ১
হৃদয়ের অমোঘ সরবতে
ছলকে ওঠে রক্ত,
নুন-মিষ্টি, আনন্দ-বিষাদ
সবই রক্তে মিশে যায়।
শিরা ও ধমনীর
বিশুদ্ধ ও দূষিত রক্ত নিয়ে
আমি তোমায় নিত্যদিন ভালোবাসতে শিখি।
হৃদয়ের অমোঘ সরবতে
ছলকে ওঠে রক্ত,
নুন-মিষ্টি, আনন্দ-বিষাদ
সবই রক্তে মিশে যায়।
শিরা ও ধমনীর
বিশুদ্ধ ও দূষিত রক্ত নিয়ে
আমি তোমায় নিত্যদিন ভালোবাসতে শিখি।