তুমি আমায় বড় দেখতে চেয়েছিলে
তুমি আমায় বড় দেখতে চেয়েছিলে


তুমি আমায় বড় দেখতে চেয়েছিলে
যেমন মা শালগাছ পাশের চারাগাছকে চায়
ছোট্ট ভাড়াবাড়ি আর ডাল-ভাতের মাখা দৈন্যের মাঝে
তুমি আমায় বড় দেখতে চেয়েছিলে।
টাকা জিনিসটা মাতৃত্বের কাছে হেরে যেত
যখন তোমার টিউশানি থেকেই স্কুলের মাইনে হত
কিম্বা
বিক্রি করা সোনার বালার গ্লানি
জ্বলজ্বল করত আমার এম.বি.এর সার্টিফিকেটে
এসব তোমার কাছে তুচ্ছ কারণ
তুমি আমায় বড় দেখতে চেয়েছিলে।
আজ আমার আকাশ এম.এন.সিতে ব্যাপ্ত
আজ আমি মাথা উঁচু শালগাছ, আমি প্রবাসী
তুমি আজও পড়ে আছ সেই পুরনো ভাড়াবাড়িতে
একদল ছেলেমেয়েদের পড়াও
তুমি ওদেরও বড় দেখতে চাও
যেমন একদিন আমায় দেখতে চেয়েছিলে।