STORYMIRROR

Biswajit Ganguly

Inspirational

3  

Biswajit Ganguly

Inspirational

তুমি আমায় বড় দেখতে চেয়েছিলে

তুমি আমায় বড় দেখতে চেয়েছিলে

1 min
225

তুমি আমায় বড় দেখতে চেয়েছিলে

যেমন মা শালগাছ পাশের চারাগাছকে চায়


ছোট্ট ভাড়াবাড়ি আর ডাল-ভাতের মাখা দৈন্যের মাঝে

তুমি আমায় বড় দেখতে চেয়েছিলে। 


টাকা জিনিসটা মাতৃত্বের কাছে হেরে যেত

যখন তোমার টিউশানি থেকেই স্কুলের মাইনে হত

কিম্বা

বিক্রি করা সোনার বালার গ্লানি

জ্বলজ্বল করত আমার এম.বি.এর সার্টিফিকেটে

এসব তোমার কাছে তুচ্ছ কারণ

তুমি আমায় বড় দেখতে চেয়েছিলে। 


আজ আমার আকাশ এম.এন.সিতে ব্যাপ্ত

আজ আমি মাথা উঁচু শালগাছ, আমি প্রবাসী

তুমি আজও পড়ে আছ সেই পুরনো ভাড়াবাড়িতে

একদল ছেলেমেয়েদের পড়াও

তুমি ওদেরও বড় দেখতে চাও

যেমন একদিন আমায় দেখতে চেয়েছিলে।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational