বিশ্বাস
বিশ্বাস
তোমায় আমি বিশ্বাস করি না
যে বদ্ধ মুক্তির দরজায় তুমি আমার
হাতের কবজি চেপে ধরেছ, একদিন সেই
দরজায় দাঁড়িয়ে তুমি আমায় বলেছিলে
স্বাধীনতা এক পরাক্রমী ভালোবাসার নাম।
তুমি স্বপ্ন দেখতে শিখিয়েছিলে
অথচ স্বপ্ন ভাঙলে নিজেই, সচেতনভাবে,
মনের মধ্যে মধু ভেবে বিষ ঢেলে দিলে?
আমি ছেড়েছি তোমার জন্য আনন্দের দ্যুতি,
শালীনতায় আস্থা। বেছে নিয়েছি অশ্লীল আঁধার,
আর্থিক নিমজ্জন। কেন তবে সব কেড়ে নিয়ে
দিলে না কিছুই? এর পরেও কাঁধে রাখো হাত,
জড়িয়ে ধরতে বলো বুকে?
না, না, না; পারবো না কারণ
তোমায় আমি বিশ্বাস করি না।
