STORYMIRROR

Biswajit Ganguly

Abstract Others

3  

Biswajit Ganguly

Abstract Others

বিশ্বাস

বিশ্বাস

1 min
224

তোমায় আমি বিশ্বাস করি না

যে বদ্ধ মুক্তির দরজায় তুমি আমার 

হাতের কবজি চেপে ধরেছ, একদিন সেই 

দরজায় দাঁড়িয়ে তুমি আমায় বলেছিলে

স্বাধীনতা এক পরাক্রমী ভালোবাসার নাম। 


তুমি স্বপ্ন দেখতে শিখিয়েছিলে

অথচ স্বপ্ন ভাঙলে নিজেই, সচেতনভাবে,

মনের মধ্যে মধু ভেবে বিষ ঢেলে দিলে?

আমি ছেড়েছি তোমার জন্য আনন্দের দ্যুতি,

শালীনতায় আস্থা। বেছে নিয়েছি অশ্লীল আঁধার,

আর্থিক নিমজ্জন। কেন তবে সব কেড়ে নিয়ে

দিলে না কিছুই? এর পরেও কাঁধে রাখো হাত,

জড়িয়ে ধরতে বলো বুকে? 

না, না, না; পারবো না কারণ

তোমায় আমি বিশ্বাস করি না। 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract