হোক শাস্তি
হোক শাস্তি


কালের সূর্যের রঙ আজ আরও লাল
ভারত ভারাক্রান্ত,
জাতীয় রাস্তা এখনও শুকায়নি
মৃতদেহ অনন্ত ।
প্রেমের গোলাপ আজ মুখ ঢেকেছে লজ্জায়
রক্তরাঙা দিগন্ত ,
কাতর আর্তধ্বনি বাতাস জুড়ে
দেহগুলি শান্ত ।
কেউ পিতা , কেউ স্বামী কেউবা ভ্যালেন্টাইন
নিশ্চল সীমান্ত ,
অতর্কিতে আঘাত হানে কাপুরুষ
জীবন নিতান্ত ।
মোমবাতির আলোয় রাঙা আকাশ আর চারপাশ
দিক উদভ্রান্ত,
দেশের মাঝে শত্রু খুঁজে
শাস্তি চূড়ান্ত ।।