হিমেল শীতে
হিমেল শীতে
হিমেল শীতে
মানিক চন্দ্র গোস্বামী
প্রকৃতির বুকে রামধনু রঙ,
রঙিন গাছের পাতা,
সময় হয়েছে পড়বে ঝরে,
হতাশ হৃদয়ে ব্যথা।
হিমেল শীতল হাওয়ার তেজে
ধরণী কাঁপিছে শীতে,
তাপমান নামে শূন্যের নিচে
বরফ, তুষারপাতে।
সারাদিন ধরি মেঘলা আকাশ
বসুধার মুখ ভার,
বিষণ্ণতায় লুকিয়েছে রবি,
আলোর কেটেছে তার।
সাদা সাদা হালকা তুলো
ঝরছে আকাশ হতে,
ঘাসের সবুজ আস্তরণটি
ভাসছে ধবল স্রোতে।
দৈনন্দিন জীবনযাত্রায়
শীতের ধাক্কা লাগে,
তবু, সকাল হতেই কৰ্মীজনে
কাজের তরে জাগে।
বরফ কাটার যন্ত্র চালু,
রাস্তা হবে সাফ,
অফিস, কাছারি, বাজার, হাটে
রইবে কাজের চাপ।
উপেক্ষা করে হিম প্রবাহে,
নগর উঠেছে জেগে,
ছুটছে গাড়ি, চলছে মানুষ
ভোরের আলোর আগে।
