Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Sipra Debnath

Abstract Classics

4.5  

Sipra Debnath

Abstract Classics

হেমন্ত

হেমন্ত

1 min
403


হেমন্তে লেগেছে নেশা 

হিম ঝড়ে প্রকৃতি জুড়ে,

শিশির ভেজা ধানের শীষ বেয়ে 

টুপটাপ ঝরে হীরককণা ক্ষেত ময়।

দূর দূরান্ত আছে ছেয়ে পাকা ফসলে

সবুজ আনাজে পূর্ণ আনাচে-কানাচে

ফুল ফলে পূর্ণ মধু সুগন্ধ ছড়ায় বায়ুময়।

জনশূন্য দ্বিপ্রহরে দীপ্তময় আকাশ

গতিহীন শব্দহীন স্তব্ধতা চারিধারে

দিগন্ত রয়েছে চেয়ে দু বাহু মেলে।

সরষে ফুল হলুদবাটা মেখেছে গায়

স্বর্ণালী আভা ছড়িয়ে পড়েছে মাঠময়।

হেমন্ত বিকেল শুষে নেয় রোদ্রের রস

শিশিরের ঘ্রাণ মাখে রাতের উঠোন।

ভোর হলে পাখিগুলো ডানা মেলে

কোলাহলে উড়ে যায় না জানি কত দূর।


©Sipra Debnath Tultul.



Rate this content
Log in