STORYMIRROR

Paula Bhowmik

Abstract Tragedy Inspirational

3  

Paula Bhowmik

Abstract Tragedy Inspirational

হার জিৎ

হার জিৎ

2 mins
268

তাসের প্যাকেট আর ছবিতেই আমি থাকি খুশী,

তবে জানি এই খেলা শুরু করেছিলো নারী চিনদেশী।

সাহেব, বিবি, গোলাম এর ছবির বিবিকে চিনলেও, 

কে সাহেব আর কে যে গোলাম তা চেনা দায়।

ইস্কাপন, হরতন, রুইতন, চিরিতন নামগুলোই ভালো,

হার্টস আর ডায়মন্ড তবু মনে রাখা যায়,

চিরিতন দেখে তো আম্রুল পাতার কথাই মনে হয়।

কোনটা যে স্পেইড আর কোনটা যে ক্লাবস,

এ কথা মনে রাখা আমার কম্ম নয়, করি হাঁস ফাঁস।

যেকোনো জিনিস শিখতে ভালো লাগে তাই,

দু এক বার যে চেষ্টা করিনি এমন নয় !

কিন্তু এতে মাথা লাগানো খুব কঠিন বলেই মনে হয়,

আর যেন শুধু শুধু অনেকটা সময়ের অপচয়।

যুদ্ধ না ভালো বাসলেও, ভালো লাগে দাবার ছক,

সাদা কালো চারকোনা খোপ কেমন করে চকচক! 

রাজা, গজা, সৈন্য, ঘোড়া, নৌকো আর মন্ত্রীমহাশয়, 

খুব বুদ্ধি করে ভেবে চিনতে দান ফেলতে হয়। 

তাসের বেলায় রং মিলান্তি, ব্রিজ, এসব নাম শুনেছি,

হারলে পরে কোনও খেলায় "ব্যা" বলতে হয় জেনেছি,

আবার তাস নিয়ে হয় জুয়ার আসর, ছিঃ ছিঃ ছিঃ !

"তুরুপের তাস" কথাটা অনেক জায়গায় পড়েছি, 

গোপন কিছু হাতে রেখে কাউকে কিচ্ছুটি না কওয়া,

ঠিক সময় মতো সেই কথাটি ফাঁস করে দেওয়া, 

এভাবে কায়দা করে যায় নাকি বাজি জিতে যাওয়া। 

তাস খেলাটা যেমনটাই হোক না কেন আমি জানি না, 

তবে খুব গোপন কথা মোটেও ফাঁস করা উচিত না। 

জীবনে চলার পথে একটু বুদ্ধি করেই চলতে হয়, 

সবসময় জিততেই হবে তা কোনো কাজের কথা নয়। 

আন্তরিক ভাবে চেষ্টা করাই আসলে জীবনের বাজি, 

হার জিৎ নিজের হাতে নয়, এটা মানতে আছি রাজি। 

বাহন্নটি তাসের মধ্যে আছে কি জোকারদের স্হান? 

নাকি তারা থেকে যান প্যাকেটেই, নিয়ে অভিমান ! 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract