হাঁটুন
হাঁটুন


প্রত্যেক দিন অন্তত কিছুক্ষণ খালি পায়ে হাঁটুন।
ঝিরঝিরে বৃষ্টিতে মাটি যতই পিছল হোক
কাঁকর আর ইটের ছুঁচলো টুকরো যতই মাথা তুলে থাকুক
খানাখন্দে যতই ভরা থাকুক চরাচর
প্রত্যেক দিন অন্তত কিছুক্ষণ খালি পায়ে হাঁটুন।
না হাঁটলে
অভিমানে, পায়ের তলা থেকে একদিন মাটি সরে যেতে পারে।