STORYMIRROR

Bimal Roy

Abstract

2.8  

Bimal Roy

Abstract

গোলাপ

গোলাপ

1 min
9.4K


আমি সুুন্দর,------

আমায় প্রাণ ভ'রে দেখো,------

স্পর্শ ক'রো না।

তোমার স্পর্শে,

আমি ম'লিন হয়ে যাবো।

তোমার লোভাতুর মন,------

আমার সৌন্দর্য্যকে করবে কদর্য্য।

আমার ছোঁয়ায় তুমি হবে অপবিত্র,

হবে কন্টক-জর্জরিত।


বয়ে যাবে তোমার রক্তধারা,

ক্ষীণতর হবে জীবনীশক্তি।

সুন্দরের আরাধনায়

তুমি হবে পবিত্র,-- সুন্দরতর।

তাকে একান্ত আপন

করে পাবার বাসনায়

হবে কালিমালিপ্ত।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract