গঙ্গাসাগর স্নান-২
গঙ্গাসাগর স্নান-২


সাথে বাড়ছে সহবাস,
ভগ্ন হৃদয়, ধরাতে পঙ্কিল আবাস,
শূন্য মানবিকতায় রক্তাক্ত জন্মভূমি,
ধর্মীয় উন্মাদনায় ধর্মান্ধ মাতৃভূমি,
ধর্মের পবিত্রতা রক্ষায় একটাই ব্রত,
সাম্প্রদায়িক সম্প্রীতিই হোক মূলমন্ত্র,
স্রোতের বিপরীতে মানবিক অবস্থান,
গঙ্গাসাগর স্নানে ফেরাই ঈশ্বরের প্রাণ।