STORYMIRROR

🍁অ্যানি 🍀🍂

Abstract Tragedy Others

3  

🍁অ্যানি 🍀🍂

Abstract Tragedy Others

ঘর ঘর খেলবি বন্ধু?

ঘর ঘর খেলবি বন্ধু?

1 min
135

ঘর ঘর খেলবি বন্ধু আমার সাথে?

যেখানে সেই ছোটবেলার রান্নাবাটির খেলার মতো বর সাজবি তুই আর বৌ সাজবো আমি।

ইটের তৈরী পাকা ঐ বাড়িটাকে

সুখ-দুঃখের স্মৃতি দিয়ে ঘর বানাবো,

একসাথে মিলে তুই আর আমি।

সেখানে থাকবে না কোনো মান-অভিমান,

হিসেবি সাজার অভিনয়'টাও করতে হবে না আর।

কান্না-হাসির সেই চার দেওয়ালে

কখনো তুই আমার রাগ ভাঙাবি,

তো কখনো আমি তোর।

যেখানে একেঅপরকে আগলে রেখে

রোজ করবো আমরা আড়ি আর ভাব।

যেখানে আমি তোর কাঁধে কাঁধ মিলিয়ে

যেখানে দিনের আলোতে বাস্তবের রূঢ় জমিতে

হাটবো আমি তোর সাথে আর তুই আমার হাত ধরে

রাতের অন্ধকারে ভাসবি রূপকথার রাজ্যে।

জানি বন্ধু, ভাবনাগুলো কল্পনা কিন্তু আবেগগুলো তো সত্যি।

বলনা, ঘর ঘর খেলবি বন্ধু আমার সাথে?



Rate this content
Log in

Similar bengali poem from Abstract