Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

বিষাক্ত কবি

Fantasy

2  

বিষাক্ত কবি

Fantasy

একটি গোলাপ ও তুমি

একটি গোলাপ ও তুমি

1 min
342


একটা মিষ্টি গোলাপ এর মিষ্টি গন্ধের মত তোমার চুল

গোলাপ ছুঁলে যেন তোমাকেই ছুঁয়ে দিই -------

তোমার কাঁধ, পিঠ আর ঘারের দু'পাশ

আমার শানিত তীর্যক আঙুলে ।


প্রাণ বলে তোমার ওই রক্তিম জেলির মতো ঠোঁটে

একটা বিষাক্ত ভ্রমর হয়ে ছুটে যেতে

একটা উষ্ণ স্পর্শ দিতে

একটা গভীর আলিঙ্গনে হৃদয়ে তোমাকে মিশিয়ে দিতে ।


হায় !

নেশাতুর আমি তোমায় না পেয়ে,

একটা লাল গোলাপে আলতো চুম্বন রাখি ।।


Rate this content
Log in

More bengali poem from বিষাক্ত কবি

Similar bengali poem from Fantasy