একলা আমি
একলা আমি


বন্ধু কোনো নেইকো আমার একলা আমি বটে ,
একলা থাকার বড়োই মজা চাইনা বন্ধু মোটে।
বন্ধু মানেই স্কুল পালানো মিথ্যে কথা বলা,
বন্ধু মানেই নিয়ম কানুন সব এড়িয়ে চলা।
বন্ধু মানেই ভেলকিবাজি, বন্ধু নাটের গুরু,
বন্ধু মানেই পড়াশোনার মাথা খাওয়া শুরু ।
তাইতো আমি পড়াশোনায় সদাই ডুবে রই,
বন্ধুবিহীন পৃথিবীতে বন্ধু আমার বই।
কিন্তু তবু মাঝে মাঝে মন মানেনা মোটে,
বন্ধু কোনো নেইকো আমার একলা আমি বটে।