অতীতের ডাক
অতীতের ডাক
একদিন ভোরে আমি সহসা জাগিনু,
বহুকাল পর আজি ডাকে যেন রেনু
ডাকে যেন মাঠঘাট, ডাকে কচি পাতা,
ডাকে যেন কোলাহল, ডাকে নীরবতা,
গ্রামের ঔই পাঠশালা, সেই বটগাছ
বিস্তৃত নীলাকাশ ডাকে যেন আজ,
ছোটো ছোটো হাসি গান, ছোটো ছোটো কথা,
ছোটো ছোটো ব্যথা যত অন্তরে গাঁথা
কেমনে জানিনে সব মনে পড়ি যায়,
বিরহের ব্যাকুলতা প্রাণেতে জাগায় ।
