এক মুঠো স্বাধীনতা!
এক মুঠো স্বাধীনতা!

1 min

206
এক মুঠো স্বাধীনতা কিনতে বেরিয়ে ছিলাম!
আজ কাল বড্ড উচ্চ দরে বিকোয় -
যা কিছু অনুভূতি সহজপ্রাপ্য,
খবরের কাগজে রোজ পড়ি নারীর মাংস সহজলভ্য।
সামনে লম্বা সারি-অনেকটা সময় অপেক্ষাই।
স্বাধীনতা চাই সব্বাই!
পাই তারাই যার মাথা যত বড়।
আজকাল নিজের মেরুদন্ড টাই খুঁজে পাই কি?
একমুঠো স্বাধীনতার অভাবে ধুঁকছে পৃথিবী।!