STORYMIRROR

Nirjhor's Canvas

Abstract Romance

2  

Nirjhor's Canvas

Abstract Romance

সেদিন দুজনে

সেদিন দুজনে

1 min
375

শীতের চাদর উড়িয়ে দিয়ে-

শুকনো পাতার ভিড়ে।

আগুন রাঙা পলাশ বলে-

বসন্ত আজ দ্বারে।

নীরব রাতের অশ্রুকথা-

রঙের ছোঁয়া পেল।

তোমার পরশ আমার অঙ্গে-

স্বপ্ন গুলো ছুঁলো।

এমনি করে বেলা যাবে-

কাটবে জীবন কবির!

রাঙিয়ে যেও আমায় তবে-

অপেক্ষা যে তুমির।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract