STORYMIRROR

Mamunur Rashid Raz

Romance Fantasy

3  

Mamunur Rashid Raz

Romance Fantasy

এক কর জমিন

এক কর জমিন

1 min
180


জীবনের দৌঁড়ে পথ চলে 

আঠারো পেরিয়ে বাইশ 

দেহজমিনে তোড়জোড়। 

একান্ত মালিকানার প্রাণান্তকর প্রচেষ্টা। 

এক-দুই-তিন করে খুঁজে যাওয়া 

স্বপ্নের বাতিঘর। 


নজরকাড়া বক্ষে 

এক কর জমিনের মালিকানা পেতে 

অপেক্ষার বাইশ বছর, কারো সাতাশ, 

কারো পৌষের বিকেল পেরিয়ে

গণগণে সূর্যের ভোর।

বসন্ত গড়িয়ে দেহজমিনে 

হাহাকার, হা-হুতাশ। 


কেউবা আবার আঠারোয় 

করে নেয় স্বপ্নপূরণ।

জীয়নকাঠির ছোঁয়ায় 

প্রেমোদ্যাম প্রেমে মাতাল।

দেহজমিনের অলিগলি ঘুরে 

কালোরঙা প্যাগোডায় গড়ে 

এক কর জমিনের মালিকানা। 


জানো- 

শত বাঁধার দেয়াল, ফাঁদের প্রাচীর ভেদে 

মালিকানার এক কর জমিনে শুধু 

সুরেশ সরসই নয়।

ক্ষণে-পলকে তুমিও বেড়োও 

স্রোতের ভিড় ঠেলে।

রাতের আঁধারে 

আমায় শুষে নেয়া তুমি 

উন্মাদ কামড়ে-লেহনে।


Rate this content
Log in

Similar bengali poem from Romance