STORYMIRROR

ঋ মুখার্জী

Romance

3  

ঋ মুখার্জী

Romance

দূরত্বপ্রেম

দূরত্বপ্রেম

1 min
274

আমাদের দূরত্বটার মাঝে কয়েকহাজার মাইল রাস্তা।

কতগুলো শহর,স্টেশন,অচেনা গ্রাম,দুটো রাত,ট্রেনের একঘেয়ে ঝাঁকুনি,

মনখারাপ,মিস করা গুলো পেরিয়ে একেবারে সশরীরে চোখের সামনে দেখতে পাই তোমায়।

ফোনে অবশ্য বাড়তে থাকে কথা, চ‍্যাট বক্সে আমরা মেসেজ গুলোর মধ্য দিয়ে

প্রতিটা শব্দ অনুভব করি ঠিকই কিন্তু দূরত্বের অসহায়তা একটা সময় ঠিক গ্রাস করে দুজনকেই।


তারপর অনেকগুলো দিন পর হঠাৎ জানাও তুমি ফিরছো। আমার শহরে,আমাদের শহরে।

বেশ কয়েকটা দিন নতুন করে সাজি তোমার জন্য,

আমার কাজল,খোলা চুল, লিপস্টিকে সেই কয়েকদিন তোমার স্পর্শে উপচে পরে আমার ভালো থাকা গুলো।


আর তারপর........তোমার ফেরার সময় আসে,আবার চলে যাওয়ার তোড়জোড় শুরু করো তুমি,তোমার একার শহরে।



স্টেশনে ফিরতি ট্রেনে উঠিয়ে বলি,"ভালো থেকো,যত্ন নিও...খুউব মিস করবো তোমায়।" তুমি আমার চোখের কোনের জলকে আটকে রাখার জন্য কোনো দিকে না তাকিয়ে কপালে একটা নিঃশব্দে চুমু খেয়ে বলো ," খুব তাড়াতাড়ি দেখা হবে আবার।"



ট্রেন সিগন্যাল পেড়িয়ে চলে যায় অনেকটা,পড়ে থাকে কিছু মুহুর্ত। আমার ফোনে একটা মেসেজ ঢোকে," সাবধানে বাড়ি যেও।"


     এমনি ভাবেই আমাদের প্রেমটা ভালো থাকতে শিখে যায় আর আমরা শিখে যায় অপেক্ষায় বাঁচতে।



           


Rate this content
Log in

Similar bengali poem from Romance