STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

3  

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

দোসর

দোসর

1 min
332

অঝোর ধারায় যখন সে....

ঝড়ে পড়ে প্রকৃতির রুক্ষ বুকে,

উদাসী মন স্বপ্ন আঁকে....

কল্পনার রঙিন সুখে।

কালো মেঘ যখন নীল...

আকাশকে দেয় ঢেকে,

মেঘ গর্জে উঠে রাগে....

আছড়ে পড়ে তীব্র বেগে,

অভিমানি মন তখন ময়ূরের

মত পেখম তুলে নাচে

অভিমানের মেঘ জমে মন...

আকাশকে করে মেঘলা,

বোবা কান্নায় অন্তর হয় ক্ষতবিক্ষত,

তবুও সে... নীরব নিশ্চুপ,

শুধু নোনা জলের বন‍্যায়...

বানভাসি হয় কোমল হৃদয়

কষ্টের আগুনে পুড়ে মন...

নিজেকে করে স্বচ্ছ উজ্জ্বল।

প্রবল বর্ষনে চারিদিক হয় ওঠে সিক্ত,

প্রকৃতির বুকে নতুন প্রানের হয় সঞ্চার,

শ্রাবন মনের কথা এইভাবে করে ব‍্যক্ত,

সে যে সকলের সুখ দুঃখের ভাগিদার।

সূর্য মেঘের আড়াল থেকে

দেয় আবার উঁকি,

শ্রাবণ জানে মনের কথা

সেইতো সবার সখি,

সে শুধু শুনে যায় নীরবে,

নিজের বারিধারায় মনকে করে শীতল,

শ্রাবন হয়ে ওঠে সকলের প্রকৃত দোসর।





Rate this content
Log in

Similar bengali poem from Abstract