STORYMIRROR

Sayandipa সায়নদীপা

Classics

3  

Sayandipa সায়নদীপা

Classics

ধুসরতার দিকে...

ধুসরতার দিকে...

1 min
374

একবার চেয়ে দেখো তো ঐ ক্ষয়াটে চাঁদটার দিকে,

আকারটা শুধুই কি ঢাকা মেঘেদের আড়ালে

নাকি কলঙ্কেকের গ্রাসেও গেছে অনেকখানি?

এবার বাইরে তাকালে একটা অশ্বত্থ গাছ দেখতে পেতে পার,

তবে জানিনা সবুজ ছাড়া তাকে চিনবে কেমনে !

কোন এক শুষ্ক প্রলয় এসে চুরি করেছে তার রঙ

শুধু ছেড়ে গেছে এই ধূসর কংকাল,

আরো একটা প্রলয় হয়ত আসবে এটুকুকেও উপড়ে ফেলতে;

ভেতরটা তো আগেই কুরেকুরে শেষ করেছে উইপোকার দল,

ঐ গাছটার নিচে খেয়াল করলে দেখতে পাবে একটা কুকুর

যার পিঠের অনেকখানি মাংস খুবলে খেয়েছে ওরই এক স্বজাতী।

দেখ চেয়ে ওরই পাশে বসে আছে যে,ওর সাথে মিশে...

হ্যাঁ, সত্যিই সে একটি মানব শিশু।

হাঁ করে আকাশের দিকে চেয়ে কি যেন খুঁজে বেড়াচ্ছে সে -

এক পশলা বৃষ্টি?

নাকি এক চিলতে রোদ?


Rate this content
Log in

Similar bengali poem from Classics