ধন্যবাদ ঈশ্বর
ধন্যবাদ ঈশ্বর


তোমার নিকানো পাথরে খুঁজতে এসেছি ঘর
তোমার চরণ ধোয়া জলে নীরোগ থাকার বর
তবু, রোজ নিচু হয়ে আসি নিচু হয়ে বসি নিচু হয়ে ফিরে যাই
অজান্তে তোমার পাপোশে আমার পায়ের ধুলো রেখে যাই ।
ধন্যবাদ, ঈশ্বর ।
যখন আমার তীর্থভূমি দুয়ার খোলা হাওয়ায়
জেনেছি আমার ধুলোপায়ে আমার ঘরের গন্ধ
আমার নিশ্বাস প্রশ্বাসে আমার সংসারের ছন্দ
ঘরে থাকতে আকাশ
তোমার আকাশ কুর্নিশ করতে কেন যাবো?
আমার উঠোন ছেড়ে
তোমার উঠোনে সুখ খুঁজতে কেন যাবো?
ধন্যবাদ, ঈশ্বর।