STORYMIRROR

Mustafijur Rahman

Tragedy Classics

4  

Mustafijur Rahman

Tragedy Classics

ধ্বংসী

ধ্বংসী

1 min
226


নিতান্ত ইচ্ছে করেই আমার আলোচিত পৃষ্ঠাগুলো

     তোমাকে পড়তে দিয়েছিলাম।

বারো নম্বর পাতার কোণার দিকে

    কিছু তরুণ প্রজাপতি আঁকিয়েছিলাম

    এবং মধ্যভাগে আগুনভরা

    আশ্রম,

তুমি চায়লে আশ্রমের প্রজাপতিগুলোর

রঙিন পাখা ছিড়ে

   আমার বাসার ছাদে

   চিলে কোঠার পাশে

জড়ো করে ঈর্ষার দাঊ দাঊ শিখায়

জ্বালিয়ে দিতে পারো।


   তার কিছু আগে

অন্তত ছাদের কিনারে যেয়ে দাঁড়িও,

  যেখানে বাসর ঘরের

   মৃত

রমণীরা পড়ে থাকে অভিযোগহীন,

   কিংবদন্তী মায়ালোকে-

সেখানে আহতের কাছাকাছি শুয়েছে

বিষন্ন তরবারি,

অভিযুক্ত কলমও ছুরি হয়ে যায়।

চোখ তুলে

তখনই মাথার ওপর চেয়ে দেখ,

যদি রক্ত ঝরে ঝুলে থাকা

   আকাশ থেকে,

তবে চোখ বুজে পোড়া আঙুলটা দিয়ে

   তারা গুণো

অন্ধের মতো ধূসর নীলিমার মাঝে।


এভাবেই প্রজাপতিরা

ছাই হয়ে উড়ে

ফুটো করে গজিয়ে ওঠা আকাশ !

    তখন

জমানো অভিযোগ তরল হয়ে

    টপটপ করে

তোমার চোখের আগুন নিভিয়ে দিলে

কষ্ট পেয়না।


১৭-০৮-২০১০

মঙ্গলবার,সকাল ১০.০০


Rate this content
Log in

More bengali poem from Mustafijur Rahman

Similar bengali poem from Tragedy