Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Mustafijur Rahman

Others

4  

Mustafijur Rahman

Others

ডানা-১

ডানা-১

2 mins
289



দূর দিগন্ত থেকে তোমার জন্য মুক্তা এনে দিব, 

ভেজা মেঘের কাঁকন থেকে নামাবো রঙধনু,  

মাছরাঙার রাঙা ঠোঁট থেকে তীক্ষ্ণতার আংশিক  

তোমার জন্য ডানা।

প্রজাপতির পাখা থেকে রঙের ছাপ নিয়ে   

ডায়েরির পাতা থেকে পৃষ্ঠা চুরি করে  

মোমবাতির আলোয় মহাকাব্য লিখবো   

তোমার জন্য ডানা।

সেন্ট-মার্টিন দ্বীপ থেকে দারুচিনি,    

সুন্দরবনের রেস্ট হাউস থেকে বাইন

অথবা কেওড়া পাতার গন্ধ মেশানো;

হরিণের প্রাণ বাঁচানোর শূন্যতার বিরলতা      

তোমার জন্য ডানা।

ইলশে গুড়ি বৃষ্টির দিনে দিঘির জলে মাছের কোলে 

টমেটো মাচার ঝাউলতা আর পানি ফলের টইটম্বুরে    

মুখ ডুবিয়ে ভয়ার্ত বুলবুলির টানাটানা কাজল রেখা   

তোমার জন্য ডানা।

মেহেদী পাতার উপরটা সবুজ, ভেতরতা লাল---ক্ষতবিক্ষত,   

ভালবেসেও কেউ অসহায় হতে পারে সুজাতাকে না দেখলে বিশ্বাস হবেনা;

ওর ভেতরে এত বড় বড় গর্ত--- এখন সয়ে গেছে;    

তোমার জন্য ডানা।

পানকৌড়ির সাইবেরিয়া পাড়ি দিতে যাবার ভরা মৌসুমে,  

নতুন শিল্পীর চিত্রকল্প স্বীকৃতি পাবার সূচনায়  

ঘনীভূত পানির বুদবুদ আটকা পড়ে রূপচাঁদার নাসিকায়     

তোমার জন্য ডানা।

এখনো আহত শিয়াল বনের গভীরে আশ্রয় নেয়,    

বাবুই পাখি জোনাকি জেলে ঘর সাজায়  

বর্ষার দিনে শিলা নামে আকাশ থেকে  

তোমার জন্য ডানা।

গত বসন্তে প্রেমার বিয়ে হল,  

শরৎ না গড়াতেই বিধবা হল মেয়েটি,   

সদ্য বসন্তে প্রেমা আত্মবিশ্বাসী হতে শিখেছে  

তোমার জন্য ডানা।

পূর্ণিমার আলো মুন্সি বাড়ির টিনের চালের কোটরে,  

ভোররাতে ডাহুকের খেয়ালী মাদকতায়  

রহিমের ভূতে ধরা মেয়েটি মিষ্টি সুরে গান করে  

তোমার জন্য ডানা।

বৈশাখী ঝড়ে, প্লাবনের মহাতুঙ্গে  

তৃতীয় বিশ্ব যুদ্ধ কখনো বাঁধলে বাঁচবে না কেউ---

পশু পাখি কেউ না, বাঁচব শুধু আমি  

তোমার জন্য ডানা।

ডানা, তুমি জান না---     

একটা হৃদয়ে কতখানি স্পন্দন জমা হলে   

কেউ কাউকে ভালবাসতে পারে! 

ডানা,তুমি জানো না---     

সেবার ক্লাসে তুমি ফার্স্ট হয়েছিলে    

কারণ আমি ইচ্ছে করে একটা অঙ্ক করিনি।

ডানা, তুমি অনেক কিছুই জানো না---

সেপ্টেম্বরের বিয়েটা আমিই ভেঙেছিলাম তোমার;  

তোমার বাবার সে কি অনুশোচনা!

ডানা, তুমি জানা না---    

তোমার মধ্যে কি আছে ,    

তোমার একটা হাসি শত পীড়িতকে বাঁচতে শেখায়।

ডানা, তুমি জানো না---  

হিমালয়ের জমানো বরফ সম্পূর্ণ কখনো গলেনা,  

কারণ এখনো একটি হৃদয় তৃষ্ণার্ত। 

ডানা, তুমি জানো না---     

পহেলা বৈশাখে তোমার বাসার সামনে    

দশ হাজার ফুল আমিই পাঠিয়েছিলাম ,

চিরকুটের লেখাটা আমার ছিল।

বাবু কাকার গোয়ালে তিনটা, নয়টা করে এখন বিশটা গরু, 

তোমার বাবা টাকাটা কিছুতেই তাকে দিতেন না,দিয়েছেন  

তোমার জন্য ডানা।

তোমার হবু জামাইয়ের      

মাথার টাকটা আমি কবেই ফাটিয়ে দিতাম,     

তোমার মৃতপ্রায় হবু শাশুড়িকে ইঞ্জেক্ট করে দেইনি---     

তোমার জন্য ডানা।

তোমার গালের চিরকালের টোলটা    

ব্যাঙ্কে রাখলে সুদে-আসলে সেটা এতদিনে  

লিওনার্দোর মোনালিসা হয়ে যেত;এখনো কবি ভাবে    

তোমার জন্য ডানা।

নীড় ছেড়ে বাদুর বিদ্যুতের তারে আত্মাহুতি দেয়;

বেদেপাড়ার সাপিনী ফোঁস কেটে মনসাকে স্মরণ করে এখনো    

তোমার জন্য ডানা।

হাওড়া ব্রিজ থেকে এথেন্স,   

ব্যাবিলন থেকে মস্কো,   

অভিশপ্ত ডাইনী অথবা বন্দী রাজকুমারী এখনো পথ চেয়ে    

তোমার জন্য ডানা।


১৭/০৯/২০১০  শুক্রবার , সকাল ১১.০০       পিঙ্কু হোস্টেল, রাজশাহী মেডিকেল কলেজ ।


Rate this content
Log in

More bengali poem from Mustafijur Rahman